মানবপাচার রোধে সাত বিভাগে ট্রাইব্যুনাল : আইনমন্ত্রী
মানবপাচার রোধে সরকারের উদ্যোগ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাতটি বিভাগীয় শহরে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ কথা জানান।
৬৪ জেলায় না হয়ে সাতটি বিভাগে এই ট্রাইব্যুনাল গঠনের যৌক্তিকতা সম্পর্কে অ্যাডভোকেট আইনমন্ত্রী বলেন, ‘মানবপাচারের সঙ্গে শক্তিশালী ও বড় সিন্ডিকেট জড়িত। আমাদের সামাজিক প্রেক্ষাপটে জেলা শহরে এই ট্রাইব্যুনাল গঠিত হলে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা কম। তাই আপাতত বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলার সংখ্যা বাড়লে পরবর্তীতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করা হবে।’
এদিন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিজেল আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বিষয়েই মূলত ব্রিফিং করেন তিনি।
মানবপাচার চক্রের খপ্পরে অনেকেই সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশে রওনা নিখোঁজ হয়েছেন। থাইল্যান্ডে জঙ্গলে গণকবরের সন্ধান পাওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক মহলের নজরে আসে। পরে মালয়েশিয়া কর্তৃপক্ষও বেশ কয়েকটি বন্দিশিবির ও গণকবরের সন্ধান পেয়েছে। এ সব কবরে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশি নাগরিকদের কয়েকশ মরদেহ রয়েছে বলে মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে।