ত্রিশালে শেষ হচ্ছে নজরুলজয়ন্তী উৎসব

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা আজ বুধবার শেষ হচ্ছে। ছবি : এনটিভি

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা আজ বুধবার শেষ হচ্ছে। 

সমাপনী দিনের নির্ধারিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য মো. ফখরুল ইমাম, সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমান উল্লাহ, সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানী, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম প্রমুখ। আজ নজরুল স্মারক বক্তব্য দেন কবি হাবিবুল্লাহ সিরাজী।

ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, ‘নজরুল ছিলেন আমাদের চেতনার কবি। তাঁর গান ও কবিতাকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তিনি ব্যক্তিবিশেষ ও ধর্মবিশেষের কবি নন, তিনি মানুষের কবি, মানবতার কবি। তাঁকে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ করা যায় না, করবেন না। কবিদের জীবনে অনেক দুঃখ-কষ্ট আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবিকে বাংলাদেশে এনে সম্মান দিয়েছিলেন।’ 

এদিকে আজও উৎসবকে ঘিরে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে জেলা প্রশাসনের আয়োজনে চলছে নজরুল বই ও গ্রামীণ মেলা।