ভৈরবে ১২ মাদক মামলার আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ গ্রেপ্তার সুমী বেগম। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে ‘মাদকসম্রাজ্ঞী’ বলে পরিচিত সুমী বেগমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪৭টি ইয়াবাসহ মাদক বিক্রির এক হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

সুমীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে আদালতে বিচারাধীন ১০টি মামলায় তিনি জামিনে থাকলেও দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সুমী ভৈরব পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী। সুমীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আগামীকাল শনিবার কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার।

পুলিশ জানায়, আজ রাত ৯টার দিকে শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকায় সুমী প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে-এমন সংবাদে উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও গ্রেপ্তার হন সুমী। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৪৭টি ইয়াবা এবং ইয়াবা বিক্রির এক হাজার ৩৭০ টাকা জব্দ করে পুলিশ।