বাড়ি থেকে ২৭ হরিণ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুটি খামার থেকে ২৭টি হরিণ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এ ঘটনায় অবৈধভাবে বন্য প্রাণী সংরক্ষণের অভিযোগে দুই খামার মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে এগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়।
র্যাব জানায়, আজ বুধবার বিকেলে উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার ইমদাদুল ইসলাম ও মাসুম শেখের বাড়ি থেকে এসব হরিণ উদ্ধার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, ইমদাদুল ইসলামের মালিকানাধীন আধাপাকা একটি ঘর থেকে চারটি বড় হরিণ এবং দুটি হরিণের বাচ্চাসহ মোট ছয়টি হরিণ উদ্ধার করা হয়। অন্যদিকে মাসুম শেকের বাড়ি থেকে ১৫টি বড় হরিণ এবং ছয়টি বাচ্চা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মাসুম শেখকে দুই লাখ টাকা এবং ইমদাদুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করেন। পরে তিনি উদ্ধারকৃত হরিণ বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করার নির্দেশ দেন।