সাংবাদিক নিতাই সাহার বাবা আর নেই
নেত্রকোনার দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক নিতাই সাহা ও সাংবাদিক তমাল সাহার বাবা গনেশ চন্দ্র সাহা মন্টু (৭৮) আর নেই।
সোমবার সকাল ৭টা ৫৩ মিনিটে বার্ধক্যজনিত কারণে পৌর শহরের দেশওয়ালীপাড়ার বাসায় ৭৮ শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
জনকণ্ঠের স্থানীয় প্রতিনিধি সাবেক আজকের কাগজের সাংবাদিক নিতাই সাহার বাবা এলাকায় স্বজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গনেশ চন্দ্র সাহা মন্টু মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক, রাজনীতিক, কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে বাসায় ভিড় জমান। দুপুরে দুর্গাপুরের পৌর শশ্মান ঘাটে গনেশ সাহার অন্তোষ্টিক্রিয়া হয়।
স্থানীয় সংসদ সদস্য ও দুর্গাপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ছবি বিশ্বাস শোক জানিয়ে বলেছেন, একজন সাদা মনের মানুষ ছিলেন গনেশ চন্দ্র সাহা মন্টু। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক জানিয়েছেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং। তিনি গনেশ চন্দ্র সাহা মন্টুর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, প্রবীণ রাজনীতিক দুর্গাপ্রসাদ তেওয়ারী, পৌর মেয়র আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদ শোক জানিয়েছেন।
এ ছাড়া সাংবাদিক নিতাই সাহার বাবার মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি লাভলু পাল চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শিমুল মিলকী ও সাংগঠনিক সম্পাদক ভজন দাস শোক জানান। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গনেশ চন্দ্র সাহা মন্টুর বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করেছেন।
দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক শাহনেওয়াজ আকঞ্জি, সাবেক সভাপতি মোহন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন শোক জানিয়েছেন।
এ ছাড়া জেলা পর্যটন উন্নয়ন জোটের সদস্য সচিব তপন সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক রায়সহ দুর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।