নকল ওষুধ তৈরির দায়ে বৃদ্ধের জেল

Looks like you've blocked notifications!

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি কারখানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার নকল ওষুধ উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে একজনকে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার বিকেলে উপজেলার রামপট্টির গ্রামের দোয়ারিকা ব্রিজ সংলগ্ন মেসার্স কম্বাইন ট্রেড নামক একটি ওষুধ কারখানা থেকে এ সব নকল ওষুধ জব্দ করা হয়।

র‌্যাব-৮ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স কম্বাইন ট্রেড কারখানায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে উপস্থিত আব্দুস ছাত্তার হাওলাদারকে (৬০) আটক করা হয়।

ছাত্তারকে ওষুধ তৈরি ও বাজারজাত বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সরকার অনুমোদিত কাগজপত্র (লাইসেন্স) দেখাতে পারেননি। কারখানা থেকে বিপুল ওষুধ জব্দ করা হয়।

পরে নির্বাহী হাকিম দীপক কুমার রায় ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করার দায়ে ছাত্তারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।  ছাত্তার হাওলাদার বাবুগঞ্জের দোয়ারিকা এলাকার বাসিন্দা।