শেরপুরে আ. লীগ সমর্থিত প্রার্থীর ভরাডুবি

Looks like you've blocked notifications!
শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমান। ছবি : সংগৃহীত

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে। মোট ৭৩৯ ভোটের মধ্যে মাত্র ১৭৬ ভোট পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চন্দন কুমার পাল। ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির রুমান।

রুমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পরাজিত প্রার্থী চন্দন একই কমিটির সাধারণ সম্পাদক। রুমান মোটরসাইকেল ও চন্দন কুমার পাল আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।

সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, শেরপুরের সদরসহ পাঁচটি উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ৭৪৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩৯ জন ভোটার ভোট দেন। জেলার মোট ১৫টি কেন্দ্রে ভোটাররা ভোট দেন।

ভোট গণনার পর আজ বুধবার বিকেলেই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থাপিত অস্থায়ী ফলাফল ঘোষণার কেন্দ্র থেকে হুমায়ুন কবির রুমানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।