জামালপুরে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

Looks like you've blocked notifications!
জামালপুর জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ চৌধুরী। ছবি : সংগৃহীত

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানান, জেলার ১৫টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৯৮৫ জন। বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে ফারুক আহমেদ চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৩ ভোট।

এ ছাড়া জেলা পরিষদে সদস্য পদে নির্বাচিতরা হলেন ১ নম্বর ওয়ার্ডে  আসলাম হোসেন, ২ নম্বর ওয়ার্ডে আব্দুল আউয়াল, ৩ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৪ নম্বর ওয়ার্ডে আবদুর রাজ্জাক মন্ডল, ৫ নম্বর নম্বর ওয়ার্ডে ওয়ারেছ আলী, ৬ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান,৭ নম্বর ওয়ার্ডে আবু তাহের, ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন বাদল, ১০ নম্বর ওয়ার্ডে দৌলতুজ্জামান, ১১ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম, ১২ নম্বর ওয়ার্ডে ফতে লোহানী, ১৩ নম্বর ওয়ার্ডে নূর মোহাম্মদ আনোয়ারুল করিম নাইম রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম ও ১৫ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান দুলাল।

সংরক্ষিত আসনের ১ নম্বর ওয়ার্ডে মরিয়ম বেগম, ২ নম্বর ওয়ার্ডে আফরোজা আক্তার তানিয়া, ৩ নম্বর ওয়ার্ডে শাহিদা খাতুন, ৪ নম্বর ওয়ার্ডে শাহিদা পারভীন ও ৫ নম্বর ওয়ার্ডে ফেরদৌসি বেগম নির্বাচিত হয়েছেন।