রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনী এলাকায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা চালায় একদল লোক। ওই সময় পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় এক ডাকাত সদস্য আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি গুলি ও ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।