মিলের মালিকানা হস্তান্তরের প্রতিবাদে খুলনায় শ্রমিকদের অবরোধ

রাষ্ট্রয়াত্ত্ব আলিম জুট মিল লিমিটেড বেসরকারি মালিকানায় হস্তান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন কারখানাটির শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা আটরা এলাকায় খুলনা-যশোর সড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
এর আগে বেলা ১০টার দিকে আলিম জুট মিলসের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দারের নেতৃত্বে কারখানা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পরে যশোর-খুলনা সড়কে এসে অবরোধ সৃষ্টি করে।
আব্দুস সালাম জমাদ্দার তাঁর বক্তব্য বলেন, ‘কোনো অবস্থাতেই এই মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা চলবে না। ব্যক্তি মালিকানায় হস্তান্তর হলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।’ আগে যে সব রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল ব্যক্তি মালিকানায় দেওয়া হয়েছে তার বেশির ভাগই এক সময় স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
এ সময় আরো বক্তব্য দেন কারখানার শ্রমিক আব্দুর রশিদ, হামিদ সরদার, জাকারিয়া, মুজিবর রহমান, সাইফুল ইসলামসহ অন্যরা।
তবে এ সময় অবরোধ সরানোর চেষ্টা না করে পুলিশকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন জানান, এটা শ্রমিকদের পূর্বনির্ধারিত কর্মসূচি। এ জন্য তারা আগে থেকেই অনুমতি নেওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।