নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধি রাখার দাবি

Looks like you've blocked notifications!
বিভিন্ন দাবিতে আজ শনিবার সকালে নারায়ণগঞ্জে মানববন্ধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যরা। ছবি : এনটিভি

নির্বাচন কমিশনে একজন সংখ্যালঘু প্রতিনিধি রাখাসহ বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা।

আজ শনিবার সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোপীনাথ।

অবস্থান ধর্মঘটে অংশ নিয়ে বক্তারা বলেন, একাত্তর সালে বাংলাদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার পর থেকে ধর্মের পরিচয়ে যাঁরা সংখ্যালঘু, তাঁরাই নির্যাতনের শিকার হয়ে আসছেন। সরকারকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা। এ সময় নির্বাচন কমিশনে একজন সংখ্যালঘু প্রতিনিধি রাখাসহ সংখ্যালঘুদের জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠনের দাবিও জানান বক্তারা।