সংস্কৃতিকর্মীরা হেঁটেছেন ২০ কিলোমিটার
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ২০ কিলোমিটার হেঁটেছেন রাজবাড়ীর সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজবাড়ীর ঐতিহাসিক আযাদী ময়দান থেকে এ পদযাত্রা শুরু হয়। দুপুর ২টা ৫ মিনিটে জেলার দৌলতদিয়া ঘাটে গিয়ে এ পদযাত্রা শেষ হয়।
‘সুস্থ শহরের সুনাগরিক’-এর ব্যনারে সোয়া ছয় ঘণ্টাব্যাপী মহাসড়কের একপাশ দিয়ে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার পথে আলাদীপুর বাজার, গোয়ালন্দ মোড় ও গোয়ালন্দ বাজারে সংক্ষিপ্ত বিরতি দিয়ে তিনটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সমাবেশটি অনুষ্ঠিত হয় দৌলতদিয়া বাস টার্মিনালে। এসব সমাবেশে বক্তব্য রাখেন অভিনব এই পদযাত্রার আয়োজক বাবন চক্রবর্তী, মেজবাহ উল করিম রিন্টু, শাহাদত হোসেন, আবুল কালাম, ধীরেন্দ্র নাথ বিশ্বাস, সেলিনা বিলকিস, আহনাফ হাসান রবিন, রাজীব দাস প্রমুখ।
অভিনব এই পদযাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেয় গোয়ালন্দ একজ, রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশন, বিজ্ঞান চেতনা, বাঁধন, গোয়ালন্দ সংস্কৃতি অঙ্গন, গোয়ালন্দ প্রেসক্লাব, সমকাল সুহৃদ সমাবেশসহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন।
পদযাত্রার আয়োজনের অন্যতম উদ্যোক্তা মেজবাহ উল করিম রিন্টু বলেন, ‘দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় পদ্মা সেতু রাজবাড়ীসহ পদ্মা-তীরবর্তী জেলাগুলোর প্রাণের দাবি। দক্ষিণাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার এই দৌলতদিয়া ঘাট। কিন্তু দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সারা বছরই কোনো না কোনো একটা সমস্যা লেগে থাকে। হয়রানি আর ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ।’
রিন্টু আরো বলেন, ‘দৌলতদিয়া থেকে পাটুরিয়া সেতুটি হলে এই ভোগান্তির শেষ হবে। তাই এখানে একটি সেতুর নির্মাণের দাবিতে আমরা বহুদিন ধরেই আন্দোলন সংগ্রাম করছি।’ প্রধানমন্ত্রী তাঁদের এই দাবি গুরুত্ব দিয়ে দেখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।