মাগুরা-১ উপনির্বাচনে ভোট গ্রহণ কাল

মাগুরা-১ আসনের উপনির্বাচনে আগামীকাল শনিবার ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার সকাল থেকে জেলা নির্বাচন অফিস থেকে ভোটবাক্স, ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৩ হাজার ১৪৪। ১৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৫টিকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওহহাবের সঙ্গে সিংহ মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর তপন কুমার রায়, আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম, টেলিভিশন মার্কার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মুনতাসিম বিল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, ভোটকেন্দ্র পরিদর্শনে সাংবাদিকদের নতুন করে নয়টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, সাংবাদিকদের পুরোনো নির্দেশনাই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এতে মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা গেলে আসনটি শূন্য হয়।