সৈয়দপুরে রেললাইন থেকে গৃহবধূর লাশ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রেললাইনের পাশ থেকে আজ শুক্রবার সকালে ডলি বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ডলি সৈয়দপুর উপজেলার পুরাতন মুন্সীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে সাদ্দাম ও ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা কারণে তাঁদের মধ্যে কলহ চলে আসছে। আজ শুক্রবার ভোরের পর কোনো একসময় ডলি বাড়ি থেকে বের হয়ে যান। সকালে সৈয়দপুর রেলস্টেশনের অদূরে তাঁর কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।