স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে স্বেচ্ছাসেবক দলের মিছিল

Looks like you've blocked notifications!

ব্যানারে লেখা ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’। ব্যানারের পেছনের মানুষগুলো স্লোগান দিচ্ছেন হরতালের সমর্থনে, সরকারের বিরুদ্ধে। দেখে যে কেউই বিভ্রান্ত হতে পারেন। আজ রোববার  সুনামগঞ্জ শহরে এই কৌশলেই ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সংগঠনটির নেতারা জানিয়েছেন, পুলিশি ‘ঝামেলা’ থেকে বাঁচতেই তাঁরা এই কৌশল নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১টার দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে হঠাৎ করেই জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১০-১৫ জন নেতা-কর্মীর একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে স্বেচ্ছাসেবক লীএরে ব্যানার হাতে তাঁরা স্লোগান দেন, ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই মুহূর্তে দরকার, খালেদা জিয়ার সরকার’ ইত্যাদি।

মিছিলটি শহরে শুরু হয়ে উকিলপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের দুই নেতা বক্তব্য দেন। এক নেতা বলেন, ‘দেশনেত্রী ও ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অবরোধ এবং হরতাল চলবে।’ এরপর সবাই দ্রুত এলাকা ত্যাগ করেন।

ব্যানারের পিছনে যাঁরা ছিলেন তাঁরা শহরের পরিচিত মুখ। তাঁরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা কমিটি যুগ্ম আহ্বায়ক আবদুল আলীম।

ব্যানারের বিষয়টি ভুল করে হয়েছি কি-না জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘না, ভুল করে নয়। আমরা তো পুলিশের জন্য রাস্তায় দাঁড়াতেই পারি না। তাই এই কৌশল নেওয়া হয়েছে।’

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. শফিকুল ইসলাম ফরহাদ বলেন, ‘শফিক আর্ট থেকে আমাদের ব্যানার নিয়ে স্বেচ্ছাসেবক দল মিছিল করেছে।’

শফিক আর্টের মো. শফিক বলেন, ‘সকালে স্বেচ্ছাসেবক  লেখা ব্যানার চাইলে আমি একটি ব্যানার বের করে দিই। ভুলে তাদের কাছে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারটি চলে যায়। স্বেচ্ছাসেবক দল কোনো ব্যানারের অর্ডার করেনি। পরে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারটি আবার লিখে দিতে হয়েছে।’