মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঢালুয়াবিল এলাকায় আজ শুক্রবার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : এনটিভি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঢালুয়াবিল এলাকায় আজ শুক্রবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চার আরোহী।

নিহত চিকিৎসকের নাম মীর জাহাঙ্গীর কবির হিমেল (৪০)। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া। চিকিৎসক হিমেল ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকার মরহুম আলমগীর কবিরের ছেলে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ থেকে মুক্তাগাছা যাওয়ার পথে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মাছভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে পাঁচ আরোহী আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. হিমেলকে মৃত ঘোষণা করেন। 

ওসি জানান, পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অটোরিকশার চালক কেরামত আলী (৩০), শহরের নন্দীবাড়ী এলাকার মুখলেছুর রহমান বকুল (৪৫), তাঁর স্ত্রী (৪০) ও অজ্ঞাতনামা এক শিশু (১০)। 

বিএমএ নেতা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান ভূঁইয়া জানান, আজ দুপুরে হিমেল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সরকারি কর্তব্য শেষ করে মুক্তাগাছায় প্রাইভেট প্র্যাকটিস করতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। সন্ধ্যায় জানাজা শেষে তাঁর মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে।

কাল শনিবার হিমেলের নিকটাত্মীয়রা ময়মনসিংহ আসার পর দাফনের সিদ্ধান্ত হবে বলে নিশ্চিত করেছেন প্রতিবেশী নাটকঘর লেন এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মীর এমরান আলী পাপেল।