পুলিশি বাধা উপেক্ষা করে বগুড়ায় বিএনপির সভা
বগুড়ায় পুলিশি বাধা উপেক্ষা করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে শহরের নবাববাড়ি রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাতে বাধা দেয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।