মাগুরার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, গণনা চলছে

মাগুরা-১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে গণনা চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।
সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আবদুল ওহাব, স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর তপন কুমার রায়, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মুনতাসিম বিল্লাহ। এতে বিএনপির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
গত ৯ মার্চ সংসদ সদস্য অধ্যাপক ডা. সিরাজুল আকবর মারা গেলে আসনটি শূন্য হয়।