ঝালকাঠিতে ট্রলার ডুবে তিনজন নিখোঁজ

Looks like you've blocked notifications!
ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরে পৌর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ঝালকাঠি শহরের রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার রাজাপুরের সুগন্ধা খেয়াঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার শহরের পৌরসভা খেয়াঘাটে আসছিল। এ সময় মাঝনদীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মধুমতি স্টিমারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় চালকসহ ট্রলারের আট যাত্রী জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজনের খোঁজ পাওয়া যায়নি।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল আজিজ বলেন, ‘আমাদের ডুবুরিদল নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বেলা সাড়ে ১১টা থেকে কাজ করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। পরে আজকের মতো উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।’