ধর্ষণে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে কুপিয়ে জখম
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা মা ও মেয়ে দুজনকে কুপিয়ে আহত করে ফেলে গেছে। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীরুল গিয়াস এনটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় শনিবার সকালে আহত মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাবে না। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বরাত দিয়ে ওসি জানান, এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী ঢাকায় থাকেন। বাড়িতে তাঁর স্ত্রী ও স্নাতক শ্রেণিতে পড়ুয়া মেয়ে থাকেন। রাতে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-পা বেঁধে ফেলে। পরে মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ওই ব্যবসায়ী এনটিভি অনলাইনকে জানান, কলেজে আসা-যাওয়ার পথে এলাকার এক বখাটে যুবক প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। মেয়ে মোবাইল ফোনে বিষয়টি তাঁকে আগেই জানিয়েছিল। সেই বখাটে ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেন।