ফেসবুকে যৌন হয়রানি বন্ধে বরগুনায় ‘ইয়ুথ ক্যাম্প’

Looks like you've blocked notifications!
ফেসবুকে নারীদের প্রতি যৌন হয়রানি বন্ধসহ সাইবার অপরাধ ঠেকাতে বরগুনায় দুদিনব্যাপী ‘ইয়ুথ ক্যাম্প’ শুরু হয়েছে। ছবি : এনটিভি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীদের প্রতি যৌন হয়রানি বন্ধসহ সাইবার অপরাধ ঠেকাতে বরগুনায় ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে দুদিনব্যাপী ‘ইয়ুথ ক্যাম্প’ শুরু হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় বরগুনার বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এই ক্যাম্পের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

কানাডিয়ান হাইকমিশনের সহযোগিতায় উপকূলীয় উন্নয়ন সংস্থা ‘জাগো নারী’ এ ক্যাম্পের আয়োজন করে। এতে বরিশাল বিভাগের ছয় জেলার ১০ জন করে মোট ৬০ জন দক্ষ ফেসবুক ব্যবহারকারী অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি যৌন হয়রানি বন্ধে এবং হয়রানির শিকার নারীদের সহযোগিতার জন্য কাজ করবে ক্যাম্পে অংশগ্রহণকারীরা।

দুদিনব্যাপী ইয়ুথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রশীদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, জাগো নারীর সভাপতি হামিদা বেগম,  প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমুখ।