লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ১৩, রকেট লঞ্চার উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর চরগজারিয়ার তেলিরচরে ডাকাত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আটকের পর ওই ১৩ জনের কাছ থেকে দুটি রকেট লঞ্চার, পাঁচটি বন্দুক, সাতটি গুলি ও দুটি চেনা (ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল বলেন, গভীর রাতে মেঘনা নদীর তীরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ১৩ জন। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে দুর্ধর্ষ ওই ডাকাতদের ধরে ফেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এনটিভিকে জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় ১৩ ডাকাতকে আটক করা হয়েছে। তাঁদের নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।