নারায়ণগঞ্জে মাদকসহ একজন আটক
নারায়ণগঞ্জ শহরের একটি ফ্ল্যাট বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ারসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরফুদ্দিন জানান, গতকাল রোববার রাত ১১টার দিকে নগরের জামতলা আবাসিক এলাকার সালাউদ্দিন মিয়ার মালিকানাধীন চারতলা বাড়ির নিচতলার ভাড়া দেওয়া ফ্ল্যাট থেকে মাদক বিক্রির সময় বিক্রেতা শামসুজ্জোহা সোহেলকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও ৫০ কার্টন (প্রতি কার্টন ২৫ পিস করে) বিয়ার উদ্ধার করা হয়। মাদক বিক্রির মূলহোতা রাহাতকে আটক করতে না পারলেও তাঁর ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রাহাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মো. শরফুদ্দিন।