সন্দেহভাজন ডাকাতদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি, আহত ৩

Looks like you've blocked notifications!

রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার কাউন্দিয়ায় সন্দেহভাজন ডাকাতদের সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোলাগুলি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। 

আজ বুধবার ভোররাত পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

র‍্যাবের ভাষ্য, গোলাগুলিতে তাঁদের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজধানীর মুগদার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত ডাকাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। 

র‍্যাব-৩-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার এসব তথ্য জানিয়েছেন।