সোনারগাঁয়ে সেপটিক ট্যাংকে পড়ে তিনজন নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখি মধ্যপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
urgentPhoto
নিহত ব্যক্তিরা হলেন সাদীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও নানাখি মধ্যপাড়ার কাশেম মিয়ার ছেলে শাহজালাল (২৫), তাঁদের প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলে ওসমান গনি (৩৭) ও ওসমান গনির ভাগ্নে সাব্বির হোসেন (৮)। সাব্বির ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপপরিদর্শক আবদুল ছালাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারগাঁয়ের সাদীপুরের নানাখি মধ্যপাড়া এলাকার জোবেদা খাতুনের বাড়িতে আম পাড়ছিল সাব্বির। এ সময় একটি আম সেপটি ট্যাংকে পড়ে যায় । এ আম নিতে শিশু সাব্বির গাছ থেকে সেপটিক ট্যাংকের ঢাকনার ওপর লাফিয়ে পড়ে। এতে ঢাকনা ভেঙে শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। এই দৃশ্য দেখে তাঁর মামা ওসমান গনি তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামলে তিনিও তলিয়ে যান ।এ সময় ওই বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে শাহজালাল। তিনিও তাঁদের উদ্ধার করতে ট্যাংকিতে নামলে তালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সেপটিক ট্যাংকের দেয়াল ভেঙে তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
সাদীপুর ইউনিয়নের নানাখি মধ্যপাড়ায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নিহতদের লাশ মাটির ওপর রাখা। তা দেখে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। তাঁদের আহাজারিতে পুরো গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। কাঁদতে থাকেন ইউপি সদস্য আবুল কাশেমও। তিনি দুই নাতনির ভবিষ্যৎ ভেবে কাঁদতে থাকেন।