খুলনায় বেদখল চার বিঘা জমি উদ্ধার

Looks like you've blocked notifications!

খুলনার দিঘলিয়া উপজেলায় ভূমিদস্যুদের দখলে রাখা ভৈরব নদের চার বিঘা (এক একর ২০ শতক) জমি উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে দিঘলিয়া উপজেলা প্রশাসন এ জমি দখলমুক্ত করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষ্ণুপদ পাল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, টিপু সুলতান নামে এক পাট ব্যবসায়ী নগরীর রেলগেটস্থ নগরঘাট এলাকায় ভৈরব নদের চর ভরাট করে অবৈধভাবে চার বিঘা খাসজমি দখল করে নেয়। সেখানে ‘ঢাকা জুট ট্রেডিং’ নামে একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়।

পরবর্তী সময়ে ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁকে গ্রেপ্তারও করে। বর্তমানে জামিন নিয়ে পলাতক রয়েছেন ওই ব্যবসায়ী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষ্ণুপদ পাল বলেন, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের নির্দেশে জমিটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিতে প্রস্তাবিত ‘ডিসি ইকো পার্ক’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে পার্কের সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।