সমুদ্রসৈকত থেকে অপহৃত কলেজছাত্র ৩৬ ঘণ্টা পর উদ্ধার, আটক ৪

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অপহৃত চাঁদপুরের কলেজছাত্র নূর মোহাম্মদকে (২০) ৩৬ ঘণ্টা পর চকরিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে চকরিয়ার খুটাখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের চার সদস্যকেও আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া কলেজছাত্র নূর মোহাম্মদ (২০) চাঁদপুরেরর হাজীগঞ্জ মডেল কলেজের বিবিএর প্রথম বর্ষের ছাত্র। তাঁকে শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অপহরণ করা হয়েছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, চাঁদপুরের হাজীগঞ্জের ৯০ জনের একটি পিকনিক দল শুক্রবার কক্সবাজার এসে কলাতলীর একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়। তারা শুক্রবার সমুদ্রসৈকতে গেলে ওখান থেকে নূর মোহাম্মদকে অপহরণ করা হয়। এরপর তাঁর পরিবারের কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি কক্সবাজার সদর থানার পুলিশকে অবহিত করা হলে মুক্তিপণের টাকা দেওয়ার কৌশল নির্ধারণ করা হয়। প্রথম দফায় ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা হয়।
চকরিয়ায় অবস্থান নিশ্চিত হওয়ার পর বিষয়টি চকরিয়া থানাকে জানানো হয়। এরপর পুলিশ মুক্তিপণের ১০ হাজার টাকা নিতে আসা দুজনকে আটক করে। পরে এদের দেওয়া তথ্যমতে খুটাখালীর পাহাড়ের ভেতর থেকে আরো দুজনকে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্যানুযায়ী আজ সকালে চকরিয়ার পাহাড়ি এলাকা থেকে নূর মোহাম্মদকে উদ্ধার করা হয়।
অপহরণকারী চক্রের আটক চার সদস্য হচ্ছে, কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের দক্ষিণপাড়ার পিয়ারু (২৬), একই এলাকার সাদ্দাম হোসেন (২২), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের লুৎফুর রহমান (৩২) ও খুটাখালীর মাইজপাড়া এলাকার ইমরান হোসেন (২২)।
ওসি আরো জানান, নূর মোহাম্মদ জানিয়েছেন সমুদ্রসৈকতে ওই চারজন তাঁর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। এ সময় চা খাওয়ার পর নূর মোহাম্মদ অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরে দেখেন তাঁকে একটি পাহাড়ি এলাকা আটকে রাখা হয়েছে। আটক চারজনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।