নাটোরে শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের শিক্ষক প্রভাষক মোশাররফ হোসেনকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়ি ফেরার পথে লালপুর উপজেলার তিনখুঁটি এলাকায় প্রভাষক মোশাররফ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
এর পরই বিকেলে লালপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই শিক্ষকের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় শিক্ষক হত্যার ঘটনায় মোহরকয়া ডিগ্রি কলেজে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেন তিনি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ লালপুর থানা পুলিশ বর্তমানে ঘটনাস্থলে আছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি।