বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

Looks like you've blocked notifications!

বগুড়ার ধুনট উপজেলার রাঙামাটি গ্রামে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর নাম শামসুল হক (৫০), তিনি এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আজ সোমবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওসি জিয়াউর রহমান আরো জানান, স্থানীয় লোকজন তাঁর বাড়ির পাশের মাঠে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। গতকাল রোববার রাত ১২টার পর থেকে শামসুল নিখোঁজ ছিলেন।