প্রধানমন্ত্রী জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন : বিএনপি
বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর দেওয়া ভাষণে ‘জাতিকে ভ্রান্ত তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন’ বলে অভিযোগ করেছে বিএনপি।
প্রধানমন্ত্রীর ভাষণের একদিন পর আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লিখিত বক্তব্যে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যে দেওয়া বিভিন্ন তথ্য খণ্ডন করা হয়। পাশাপাশি বিএনপির আমলের অর্থনৈতিক-সামাজিক খাতের অগ্রগতির তথ্য সন্নিবেশ করা হয় এতে।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘উন্নয়নের কথা বলে সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা করছে। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে।’
‘এসবের প্রেক্ষাপটে দেশবাসীর প্রত্যাশা ছিল, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এই সংকট চিহ্নিত করবেন এবং তা নিরসনের পথের সন্ধান দেবেন। সেটাই ছিল তাঁর জন্য রাষ্ট্রনায়কোচিত কাজ। তিনি তা না করে রাজনৈতিক দলগুলোকে শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছেন।’
বিএনপি মহাসচিব আরো বলেন, ‘উন্নয়নের কথা বলে, গণতন্ত্রকে হত্যা করে, জনগণের ভোটের অধিকার হরণ করে, একদলীয় শাসন প্রতিষ্ঠা করার অপচেষ্টা জনগণ কোনোদিনই মেনে নেবে না।’