সাঁথিয়ায় রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শহীদ মিনার
পাবনার সাঁথিয়া উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সদ্যনির্মিত শহীদ মিনার রাতে আঁধারে ভেঙে ফেলেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, উপজেলার ৩৭ নম্বর আফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভাষাশহীদদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। গত ১১ জানুয়ারি বুধবার দিবাগত রাতে দুষ্কৃতকারীরা ওই শহীদ মিনারটি ভেঙে ফেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম এনটিভি অনলাইনকে জানান, শহীদ মিনারটির শুধু রঙের কাজ বাকি ছিল। যারা এ জঘন্যতম ঘটনার সঙ্গে জড়িত তারা বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাসকে মুছে ফেলতে যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উজ্জ্বল হোসেন এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।