বগুড়ায় বোমা-গুলি ছুড়ে স্বর্ণের দোকান লুট

Looks like you've blocked notifications!
বগুড়া শহরে আজ শনিবার সন্ধ্যারাতে হাতবোমা আর গুলি ছুড়ে একটি স্বর্ণের দোকানে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ছবি : ফোকাস বাংলা

বগুড়া শহরে সন্ধ্যারাতে হাতবোমা আর গুলি ছুড়ে একটি স্বর্ণের দোকানে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক দোকানমালিক গুলিবিদ্ধ হন। পাশাপাশি দোকানের এক কর্মচারী ও এক রুটি বিক্রেতা হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছেন।   

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গালাপট্টি মেরিনা রোড এলাকায় গোল্ডেন মার্কেটের আল হাসান জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার এবং নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, গালাপট্টি এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আল হাসান জুয়েলার্সের মালিক গুলজার রহমান জানান, সন্ধ্যা পৌনে ৭টায় ক্রেতা সেজে এক দুর্বৃত্ত দোকানে আসে। সে স্বর্ণের দাম নিয়ে দরাদরি করছিল। একপর্যায়ে আরো ১০ জন এসে ঢুকে পড়ে। তারা এসে মাথায় অস্ত্র ঠেকায় এবং সিন্দুক খুলে ফেলে। পরে সেখানে রাখা নগদ পাঁচ লাখ টাকা এবং ৫০০ ভরি স্বর্ণ বস্তায় ভরে নিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দোকানমালিক পায়ে গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তরা দোকানের সামনে রাখা একটি হাইয়েস মাইক্রোবাসে উঠে চলে যায়।

গাড়িতে ওঠার সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে দোকানের এক কর্মচারী এবং এক রুটি বিক্রেতা আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।