‘প্রেমিককে’ ফল জানাতে গিয়ে গণধর্ষণ!
এসএসসি পাসের খবর জানাতে প্রেমিকের কাছে গিয়েছিল মেয়েটি। কিন্তু প্রেমিক তাকে ধর্ষণ করে দুই বন্ধুর কাছে ফেলে যায়। দুই বন্ধুও তাকে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় মেয়েটিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মেয়েটির বাবা তিনজনকে আসামি করে আজ সোমবার কাশিয়ানী থানায় মামলা করেছেন। আসামিরা হলেন হৃদয় (১৮), তাঁর বন্ধু মার্কিন (২০) ও বিরু (১৯)। পুলিশ জানিয়েছে, আসামিরা পলাতক।
মামলার এজাহারে বলা হয়েছে, কাশিয়ানী উপজেলার ওই কিশোরী সন্ধ্যার পর নিজেদের বাড়ি থেকে পাশেই চাচার বাড়ি যাওয়ার পথে একই এলাকার হৃদয়, মার্কিন ও বিরু মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
অভিযোগকারী কিশোরী এনটিভি অনলাইনকে জানায়, হৃদয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চার বছরের। এসএসসি পাস করার আনন্দ নিয়ে সে ছেলেটির সঙ্গে রোববার সন্ধ্যার পর দেখা করতে যায়। একপর্যায়ে হৃদয় তাকে ধর্ষণ করে এবং তার দুই বন্ধুর কাছে ফেলে চলে যায়। পরে ওই দুই বন্ধুও তাকে ধর্ষণ করে।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিয়াজ মোহাম্মদ জানান, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।