কক্সবাজারে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ আটক ৫

কক্সবাজারের নাজিরারটেক এলাকা থেকে সাড়ে পাঁচ লাখ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাত ১০টার দিকে র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের একটি দল তাদের আটক করে।
তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে আটক ব্যক্তিদের সম্বন্ধে বিস্তারিত জানানো হবে।
র্যাব-৭-এর কমান্ডার জিয়াউর রহমান জানান, মিয়ানমার থেকে চোরাপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবা আনার খবরে রাতে অভিযান চালানো হয়। র্যাবের দলটি বঙ্গোপসাগরের কলাতলী পয়েন্ট থেকে ট্রলারটিকে ধাওয়া করে। পরে নাজিরারটেক মোহনা এলাকা থেকে ট্রলারসহ ১০ মাঝিমাল্লাকে আটক করা হয়।
জিয়াউর রহমান আরো জানান, ওই ট্রলারের পাটাতনের ভেতর থেকে তিন বস্তা ইয়াবা বড়ি জব্দ করে র্যাব। এগুলো র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় আটক পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে।