লক্ষ্মীপুরে র্যাবের গুলিতে একজন নিহত
লক্ষ্মীপুরে র্যাবের সঙ্গে গুলিতে নাছির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত নাছির সন্ত্রাসী বাহিনী ‘নাছির বাহিনী’র প্রধান।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের উপপরিচালক কোম্পানি অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী জানান, রাতে ভবানীগঞ্জ এলাকায় নাছির বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় র্যাবের নিয়মিত টহল দল কমলনগরে যাচ্ছিল।
র্যাব ওই এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা গুলি চালায়। এতে নাছির গুলিবিদ্ধ হন। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে আহত নাছিরকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ১৫টি গুলি উদ্ধার করা হয় বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, নাছির পুলিশের তালিকাভুক্ত লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ১৫টি হত্যাসহ ৩৭টি মামলা রয়েছে। তাঁর বাড়ি চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে।