সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল বাঁচতে চান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন। এক সময়ের ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এই সদস্যের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। দরিদ্র পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় জীবন বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন বিল্লাল।
খোঁজ নিয়ে জানা যায়, বিল্লালের বাবা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের একজন দ্বিতীয় শ্রেণির কর্মচারী। দীর্ঘ দিন ধরে ছেলের চিকিৎসা খরচ চালাচ্ছেন তিনি। হয়েছেন ঋণে জর্জরিত। এমন পরিস্থিতিকে ছেলেকে বাঁচাতে সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
বিল্লাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, তিনি এখন গ্রামের বাড়িতে আছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। এমনকি কিডনিদাতা পাওয়া গেলেও টাকার অভাবে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
বিল্লাল হোসেন বলেন, ‘যদি টাকা পাই তাহলে কিডনি প্রতিস্থাপন করিয়ে বাঁচতে পারব।’
বিল্লাল হোসেন আরো জানান, দুই মাস আগে ভারতের চেন্নাইয়ের ক্রিসটাইন মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছিল। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর দুটি কিডনিই নষ্ট। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা।
বিল্লাল হোসেনকে সাহায্য পাঠানো যাবে ০১৭১১-১৩৮৭৬৪ (বিকাশ) নম্বরে।