দিনাজপুরে জমি নিয়ে বিরোধে চাচা খুন
দিনাজপুরের ফুলবাড়ীতে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে শহরের পূর্ব রামচন্দ্রপুর এলাকায় গতকাল সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তির নাম মো. আমিনুল হক (৫০)। ঘটনার পর থেকে তাঁর ভাতিজা মাহমুদুল হাসান (৩৫) পলাতক।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আফজাল হোসেন জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাড়ির বাইরে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষ লাঠিসোটা ও চাপাতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাহমুদুলের চাপাতির আঘাতে চাচা আমিনুল গুরুতর আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাক হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে আজ সকালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পলাতক মাহমুদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।