রাস্তায় ধান ফেলে ফসলের ন্যায্যমূল্য দাবি
রাস্তায় ধান ফেলে ধান-গম-ভুট্টা- সবজিসহ সব ফসলের ন্যায্যমূল্য দাবি করেছে দিনাজপুরের কৃষকরা। কৃষক সমিতির উদ্যোগে এ দাবিতে তারা আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কৃষকের কাছ থেকে সরকারিভাবে সরাসরি ফসল ক্রয়, বাজেটে কৃষি খাতে অতিরিক্ত বরাদ্দ, অবিলম্বে ভারত থেকে চাল আমদানি বন্ধ, বিদ্যুতের দাম কমানো প্রভৃতি।
মানববন্ধনে বক্তব্য দেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আলতাফ হোসাইন, জেলা শাখার সভাপতি বদিউজ্জামান বাদল, সাধারণ সম্পাদক দয়ারাম রায় প্রমুখ।