চুয়াডাঙ্গায় কলেজশিক্ষকের ইন্তেকাল
চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুরে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তাঁর মৃত্যু হয়।
আবু বকর স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
শিক্ষক আবু বকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুর রশিদসহ সহকর্মীরা। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।