ধামরাইয়ে ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র

Looks like you've blocked notifications!

ঢাকার ধামরাই উপজেলার এক মাদ্রাসাছাত্র ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ছাত্রের নাম আনোয়ার হোসেন (১৬)। সে বান্নল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তাঁর বাবা বালিথা গ্রামের বাদশা মিয়া।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বান্নল হাফিজিয়া মাদ্রাসায় আনোয়ার হোসেন ও তাঁর ফুফাতো ভাই লাদেন লেখাপড়া করে। ওই মাদ্রাসায় আর পড়ালেখা করবে না বলে বিছানাপত্র নিয়ে ৯ জানুয়ারি তারা দুজন বাড়ির উদ্দেশে রওনা দেয়। এর পর লাদেন বাড়ি এলেও আনোয়ার আর বাড়ি ফেরেনি।

আনোয়ারের বড় ভাই সানোয়ার হোসেন জানান, তাঁর ফুফাতো ভাই লাদেন বাড়ি এসে বলেছে, কালামপুর বাসস্ট্যান্ডে আসার পর একটি সাদা প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি তাদের দুজনকে অপহরণ করে নিয়ে যায় মানিকগঞ্জ টেপড়া এলাকায়। এর পর লাদেন সেখান থেকে চলে এলেও আনোয়ার কোথায়, তা সে জানে না।

গতকাল বৃহস্পতিবার ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শহীদুল্লাহ জানান, আনোয়ারের নিখোঁজের বিষয়ে লাদেন একেক সময় একেক ধরনের কথা বলছে।

ধামরাই থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ‘আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চলছে। লাদেনকে এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে।’