ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৪ নারী

Looks like you've blocked notifications!
ভারতে সাজাভোগের পর গতকাল রাতে যশোরের বেনাপোল তল্লাশি চৌকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন চার নারী। ছবি : এনটিভি

ভারতে আড়াই বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ৪ নারী।

গতকাল শুক্রবার রাতে যশোরের বেনাপোল তল্লাশি চৌকি দিয়ে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ওই চার নারী বাড়ি খাগড়াছড়ি, কুমিল্লা ও যশোর জেলায়। ভালো চাকরির আশায় ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ স্টেশনে পুলিশের হাতে আটক হয়েছিলেন তাঁরা।

বিজিবি সূত্রে জানা যায়, আড়াই বছর সাজা হওয়ার পর ওই চারজনকে পাঠনো হয় জেল হাজাতে। পরে ‘লিলুয়া শেল্টার হোম’ নামে কলকাতার একটি বেসরকারি সংস্থা (এনজিও) সেখান থেকে তাঁদের নিয়ে যায় নিজেদের হেফাজতে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর মুহিত হোসেন ও কাউন্সিলর নুরুন্নাহার  জানান, দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্থক্ষেপে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ আইনের মাধ্যমে চার নারীকে দেশে ফেরত আনা হয়।

বেনাপোল তল্লাশি চৌকির বিজিবির সুবেদার আবদুল ওহাব জানান, ফেরত আসা বাংলাদেশি চার নারীকে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাঁদের গ্রহণ করে পরিবারের  কাছে বুঝিয়ে দেবে।