কুড়িগ্রামে বাসচাপায় নিহত ১
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাগেশ্বরীর উত্তর ব্যাপারীর হাট এলাকায় নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাগেশ্বরী উপজেলার উত্তর ব্যাপারীর হাট এলাকায় তাজুল ইসলাম (৩৫) বাড়ি থেকে মোটরসাইকেলে করে নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে উঠছিলেন। এ সময় কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে লোকজন বাসটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
এ সময় উত্তেজিত লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।