বরিশালে অস্ত্রসহ যুবলীগকর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
বরিশাল থেকে গ্রেপ্তার হওয়া ঝালকাঠির নলছিটি উপজেলা যুবলীগের কর্মী রুহুল আমিন তালুকদার। ছবি : এনটিভি

ঝালকাঠির নলছিটি উপজেলা যুবলীগের কর্মী রুহুল আমিন তালুকদারকে দুটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল শুক্রবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি বাজারসংলগ্ন এলাকা থেকে রুহুল আমিন তালুকদারকে গ্রেপ্তার করে র‌্যাব ৮-এর একটি দল। এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) আমজাদ হোসেন বাদী হয়ে আজ শনিবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

রুহুল আমিনের বাড়ি নলছিটি পৌর শহরের পোস্ট অফিস সড়কে। তিনি উপজেলা যুবলীগের একজন সক্রিয় সদস্য। 

র‌্যাব সূত্রে জানা গেছে, বাখরকাঠি বাজারের পাশে অস্ত্রসহ এক যুবক রয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮-এর একটি দল সেখানে অভিযান চালায়। সেখানে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে দলটি। পরে তার হাতের ব্যাগ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান ও পাঁচটি গুলি পাওয়া যায়।

বরিশাল র‌্যাব ৮-এর ডিএডি মো. হাছান আলী জানান, রুহুল আমিনের নামে এলাকায় মাদক ব্যবসা এবং অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগ আছে। তবে ভয়ে কেউ তাঁর নামে মামলা করার সাহস পায়নি।