ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকা এলাকায় আজ বুধবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ইয়াসীন মিয়া (৩০) মাছ ব্যবসায়ী। শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৭টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাধিকা এলাকার বাজারে উঠে গেলে ঘটনাস্থলেই ইয়াসীন মিয়া ও এক শিশু নিহত হয়। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।