২২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী

Looks like you've blocked notifications!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলছাত্রী অপহরণের ২২ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এদিকে, অপহরণের ঘটনায় করা মামলার ২১ দিন পর গতকাল শনিবার বিকেলে দেলোয়ার মাতুব্বর নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, বাদীর অভিযোগের পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। এরই মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার তুজারপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) স্কুলে যাওয়া-আসার পথে রাকিব শেখ (২৬) নামের এক যুবক প্রায়ই উত্ত্যক্ত করত। স্কুলছাত্রীর বাবা বিষয়টি রাকিবের পরিবারকে জানালে তারা ছেলেকে কিছু না বলে উল্টো গালমন্দ করে হুমকি-ধমকি দেয়। 

গত ৩১ ডিসেম্বর ওই স্কুলছাত্রী বাড়ির পাশের মালিগ্রাম বাজারে যাওয়ার পথে রাকিব ও তাঁর কয়েক সহযোগী তাকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে ১ জানুয়ারি রাকিব শেখ, তাঁর সহযোগী একই গ্রামের জাহাঙ্গীর খাঁ, দেলোয়ার মাতুব্বর ও রাজা মিয়াসহ চারজনকে আসামি করে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙা থানায় একটি অপহরণ মামলা করেন।

আসামিরা মামলা তুলে নিতে স্কুলছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।