সাজা শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর
বাংলাদেশে কারাভোগের পর নিরঞ্জন মণ্ডল (৫০) নামের এক ভারতীয় নাগরিককে হস্তান্তর করেছে দিনাজপুরের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় তাঁকে ভারতের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিরঞ্জন ভারতের জলপাইগুড়ির কোতোয়ালি থানার বোয়ালমারী গ্রামের বাসিন্দা।
হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, এক বছর আগে নিরঞ্জন হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় হিলি সিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা তাঁকে আটক করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠান।
সেখানে সাজা শেষে আজ তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সেখানে বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।