রিমান্ড শেষে আরাফাত সানি আদালতে

Looks like you've blocked notifications!
ক্রিকেটার আরাফাত সানি। পুরোনো ছবি

তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় একদিনের রিমান্ড শেষে ক্রিকেটার আরাফাত সানিকে আদালতে হাজির করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আরাফাত সানিকে হাজির করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ। তিনি সানিকে কারাগারে পাঠানোর আবেদন করেছেন।

গত রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই ক্রিকেটার সানিকে একদিনের রিমান্ডে পাঠান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এনটিভি অনলাইনকে জানান, ৫ জানুয়ারি এক তরুণী সানির বিরুদ্ধে মামলা করেন। তাঁর দাবি, সানির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক আছে। তাঁদের অন্তরঙ্গ কিছু ছবি সানি ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন।

রোববার সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।