ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার রাধিকা নামক এলাকায় আজ বুধবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ইয়াসিন মিয়া (৩০) একজন মাছ ব্যবসায়ী। শিশুটির নাম ও পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৭টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে রাধিকা এলাকার বাজারে উঠে গেলে ঘটনাস্থলেই ইয়াসিন মিয়া ও এক শিশু নিহত হয়। পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।