সুনামগঞ্জে যুবলীগ নেতা সাহাব উদ্দিনের ইন্তেকাল
সুনামগঞ্জ পৌর শহরের মরাটিলা রোডের বাসিন্দা ও সদর উপজলা যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন (৩৮) আর নেই। আজ বুধবার ভোর রাত সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন রেখে গেছেন।
সাহাব উদ্দিনের জানাজা আজ বেলা ১১টায় সুনামগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাহাব উদ্দিনের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ মো. হারুনুর রশীদ, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ ও সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ উজ্জল গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে সাহাব উদ্দিনের মৃত্যুতে জেলা যুবলীগ তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। জেলার রাজনীতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, সাধারণ মানুষ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।