হত্যার পর ইটভাটায় লাশ, ২ জনের ফাঁসির আদেশ
কাহালু উপজেলার নাঈমুল ইসলাম নাঈম হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসি আদেশ দিয়েছেন বগুড়ার একটি আদালত। বিচারক একই মামলায় আরো একজনের সাত বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আজ বুধবার বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন কাহালু উপজেলার জাকারিয়া ও ডালিম। এ ছাড়া আদালত একই এলাকার মজিদকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ এপ্রিল উপজেলার রোস্তম চাপড় গ্রামের রফিকুল আলমের ছেলে কাহালু পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নাঈমুল ইসলাম নাঈমকে অপহরণ করে। পরে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
অপহরণকারীদের চিনে ফেলায় ওই দিন রাতেই নাঈমকে হত্যার পর জ্বলন্ত ইটভাটায় ফেলে দেওয়া হয়।